চান্দগাঁও সাধুরপাড়া মণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজার নবমীতে গতকাল চান্দগাঁও সাধুরপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। এসময় আরো উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার আহমেদ, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে সিএমপি কমিশনারকে স্বাগত জানান চান্দগাঁও সাধুরপাড়া পূজা পরিষদের প্রধান সমন্বয়কারী আশিস নাথ। এসময় পূজা পরিষদের সভাপতি আকাশ দেব নাথ ও সাধারণ সম্পাদক সঞ্জয় দেব নাথ পুলিশ কমিশনারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে সিএমপি কমিশনার হাসিব আজিজ পূজার্থী জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর খোশরোজ উপলক্ষে সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাত গ্রেপ্তার