নগরীর চান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে গত ৯ জানুয়ারি মহীয়সী নারী জুনি রানী বড়ুয়া স্মরণে বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিষ্কারসহ সংঘদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাবি অধ্যাপক ড.সুকোমল বড়ুয়া। স্মৃতিচারণ ও শ্রদ্ধা জ্ঞাপনে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মডেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ড. অর্থদর্শী বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়া, ট্রাস্টি রুবেল বড়ুয়া, বুদ্ধ জ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট স্বদেশ কুসুম চৌধুরী, কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, সহ–সভাপতি বিনয় ভূষণ বড়ুয়া, কৃষ্টি প্রচার সংঘ মহিলার সাধারণ সম্পাদক নেভি বড়ুয়া, কলামিস্ট লিপি বড়ুয়া, কৃষ্টি প্রচার সংঘ যুব’র ঝুলেন বড়ুয়া, শিক্ষক সাধন বড়ুয়া প্রমুখ। চান্দগাঁও সর্বজনীন বিহারের সাধারণ সম্পাদক চান্দু বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সুনীল কান্তি বড়ুয়া। প্রার্থনা আবহ সংগীত সঞ্চালনায় ছিলেন, প্রকাশক ও সংগঠক সরিৎ চৌধুরী। পঞ্চশীল প্রার্থনায় সুদর্শন বড়ুয়া। উপস্থিত ছিলেন যথাক্রমে শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, ড. সবুজ বড়ুয়া শুভ, বিপ্লব বড়ুয়া, ছড়াকার লিটন কুমার চৌধুরী, ছড়াকার বিভাস গুহ, অনোমার রঞ্জন বড়ুয়া, কৃষ্টি প্রচার সংঘ যুব’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমরেশ চৌধুরী, বিপ্লব বিজয়, নন্দন বড়ুয়া, হিরু বড়ুয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুভাষ বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












