চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ গতকাল শুক্রবার পূর্ব ফরিদের পাড়া হাজী গুরা মিয়া সওদাগরের বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সভাপতি সাজ্জাদুল ইসলাম একাদশ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিয়াদ একাদশ। নির্ধারিত সময়ে খেলা ৪–৪ গোলে অমীমাংসিত থাকায় টাইব্রেকারে সভাপতি একাদশ ৪–৩ গোলের ব্যবধানে সাধারণ সম্পাদক একাদশের বিরুদ্ধে জয়লাভ করে।
খেলাশেষে শেখ রাসেল স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ওয়াহিদুল আলম ওয়াহিদের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাফায়েত উল হক জাবেদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মুহাম্মদ নোমান লিটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান মোরশেদ, সেলিম উদ্দিন, খোরশেদ আলম, দিদার, তৌহিদ, আজাদ, আলী, রনি, এহসান, আসিফ ইমরান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












