চান্দগাঁও শফি মুন্সী জামে মসজিদে ১০ লাখ টাকা অনুদান

| সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

চান্দগাঁও খলিফাপাড়ার ঐতিহ্যবাহী শফি মুন্সী জামে মসজিদের সমপ্রসারণ, সংস্কার ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএইএর প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক। মসজিদ কমিটি জানিয়েছে, এই অনুদান মসজিদের কাঠামোগত উন্নয়ন, পরিবেশ উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম সমপ্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (২৮ নভেম্বর) খলিফাপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলহাজ্ব ইয়াকুব সৈনিককে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধনা শেষে নিজের অনুভূতি প্রকাশ করে ইয়াকুব সৈনিক বলেন, খলিফাপাড়া আমার জন্মভূমি, আমার শেকড়। এই এলাকার মানুষের কল্যাণে ব্যয় করা আমার দায়িত্ব। মসজিদ আল্লাহর ঘরএর সেবা করার সৌভাগ্য আল্লাহ যাকে দেন, সেই ধন্য। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক মানিক বলেন, ইয়াকুব সৈনিক দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা ও সমাজকল্যাণমূলক সংগঠনকে সহযোগিতা করে আসছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি কে এম জসিম উদ্দিন, সমাজসেবক ডা. সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ জহুর, মো. মহসিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে মসজিদের খতিব দোয়া পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ ডা. মিলনের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে
পরবর্তী নিবন্ধচকরিয়া বায়তুশ শরফ শাহ জব্বারিয়া নূরানী মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সভা