চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখায় গ্রেপ্তার দুই

| বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৩:০৫ অপরাহ্ণ

নগরীর চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখায় দু’জনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন – চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকার মীর মহিউদ্দিনের ছেলে সাদ মাহমুদ (২৪) এবং চন্দনাইশ পৌরসভা এলাকার নাছির উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন রিয়াজ (২৮)।

পুলিশ জানিয়েছে, সাদ মাহমুদের নেতৃত্বে চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখেছিল তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে গভীর রাতে ২০ দোকান পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পথচারী নিহত