চান্দগাঁও থেকে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

নগর গোয়েন্দা পুলিশ চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। রোববার সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন হাজী সরোয়ার সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সঞ্জয় পাল, নুর মোহাম্মদ ও মো. আবুল কাশেম। জিজ্ঞাসাবাদে তারা জানায়, জব্দকৃত ইয়াবাগুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী টেকনাফ থানা এলাকা থেকে কম দামে সংগ্রহ করে কৌশলে চট্টগ্রাম শহরে এনে বেশি দামে বিক্রয় করার জন্য উক্ত স্থনে অবস্থান করছিল।

পূর্ববর্তী নিবন্ধকনকর্ড অর্জন করেছে জাতীয় পরিবেশ পদক
পরবর্তী নিবন্ধশ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নেই