চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাবেদুল ইসলাম জাবেদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। গত শুক্রবার বিকেলে মিছিলটি নগরীর পূর্ব ষোলশহর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বহদ্দারহাট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সহ–সভাপতি ফারুক ইসলাম, পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন বাচা, যুবলীগ নেতা নাসির উদ্দীন মানিক, মোহাম্মদ লোকমান, এস কে জনি, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুল হক, পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি মহিউদ্দিন মানিক, যুগ্ম–সাধারণ সম্পাদক মোহাম্মদ নিশাত, রাকিব হাসান, চান্দগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ–সভাপতি নয়ন উদ্দিন, পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মীর মোশাররফ হোসেন জুনায়েদ, শাহরিয়ার শুভ। উপস্থিত ছিলেন এম সাঈদ অনি, মোহাম্মদ মহসিন, আনিসুল হক, কামরুল হাসান, রাজনীর হোসেন নয়ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ সায়েম, নাঈম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।