চাঁন্দগাও থানা যুবদলের উদ্যোগে চান্দগাঁও থানা কাপ্তাই রাস্তার মাথায় সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হউক এই শ্লোগানকে সামনে রেখে চাঁন্দগাও থানা যুবদলের উদ্যোগে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মো. ফরহাদের নেতৃত্বে ও ইউসুফ আলী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত গনমিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বাবর উদ্দিন, সাবের আহমেদ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ রুবেল, মো. মামুন, আবদুর রহমান, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ আলম, মোহাম্মদ সেকান্দর, মোহাম্মদ কামাল, মো. সরুফ, মো. সাদ্দাম, মোহাম্মদ রাব্বি, মো. রিপন, মো. সাহেদ, মোহাম্মদ ইরফান, মো. কবির, সমিরণ পাল প্রমুখ। সমাবেশ শেষে মিছিলটি কাপ্তাই রাস্তা মাথা পুলিশ বঙ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।