চান্দগাঁও থানা পুলিশের অভিযানে নগরীর এক দুর্ধর্ষ চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানা পুলিশ শমসের পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ চোর নুরুল হক বাবুকে (৩৮) গ্রেপ্তার করে। চান্দগাঁও থানা পুলিশ জানায়, নুরুল হক বাবুর বিরুদ্ধে চান্দগাঁও থানাসহ নগরীর বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
কিছুদিন আগে চান্দগাঁও থানা এলাকার একটি বিল্ডিংয়ের নিচ তলা থেকে গভীর রাতে নুরুল হক বাবু একটি মোটরসাইকেল চুরি করে সেটি চালিয়ে নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চুরি করে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার ফুটেজে দেখা যাচ্ছে নুরুল হক বাবু মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটির লক খুলে নিজে চালিয়ে নিয়ে যাচ্ছে। যার মোটরসাইকেল চুরি হয়েছে তিনি সিসিটিভি ফুটেজসহ চান্দগাঁও থানায় জমা দিয়ে তার মোটরসাইকেলটি উদ্ধারের জন্য একটি মামলা দায়ের করেন। এরপর চান্দগাঁও থানা পুলিশ মোটরসাইকেল চুরির সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গতকাল রাতে অভিযান নুরুল হক বাবুকে গ্রেপ্তার করে। শুধু মোটরসাইকেল চুরি নয়; এরকম অসংখ্য দুর্ষর্ধ চুরি করে পুলিশের খাতায় আলোচিত চোর হিসেবে তালিকাভূক্ত রয়েছে তার নাম।
এ ব্যাপারে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, তার বিরুদ্ধে চান্দগাঁও থানাসহ নগরীর বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। বাইকসহ বিভিন্ন চুরির বিষয়ে তাকে জিজ্ঞেসাবাদ করা হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হবে।