চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাতজন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন – নিয়মিত মামলার দুই আসামি মোঃ সারেক (২২)সাকিবুল ইসলাম প্রঃ সাকিব (২০), পুলিশের সরকারী কাজে বাঁধা দেওয়া মামলার আসামি মোঃ জুয়েল (৩২) এবং ৪৪ ধারার ৪ আসামি মোঃ তানভীর হোসেন (২২),মোঃ জনি (২২), মোঃ আকিব (২৪) এবং আশিকুর রহমান (২৩)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।