চান্দগাঁও থানা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের অভিষেক

| সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৪:৪৯ পূর্বাহ্ণ

জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ চান্দগাঁও থানা, ওয়ার্ড, আঞ্চলিক-ইউনিট কমিটির অভিষেক গত ২২ জুলাই একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী। উদ্বোধক ছিলেন থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মতিলাল দেওয়ানজী। চান্দগাঁও থানা পরিষদের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন মহানগর জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি দুলাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক শংকর সেনগুপ্ত, চান্দগাঁও থানা পূজা পরিষদের উপদেষ্টা সঞ্জীব নাথ, মহানগর পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, নন্দিতা দাশ, প্রিয়তোষ ঘোষ রতন, নিউটন কুমার মজুমদার। সমীরণ দাশ ও টুটুল নাথের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সঞ্জয় চৌধুরী, সন্তোষ ঘোষ, পঙ্কজ চৌধুরী, টিটন চৌধুরী, বসু চৌধুরী, অসিত চৌধুরী, প্রাণেশ দেওয়ানজী, তপন ধর, অনিক দেবনাথ রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবি নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালে ‘ইত্যাদি’
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের ঈদ পুনর্মিলনী