চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মোঃ এমরান (২০) কে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে চান্দগাঁও থানা এক কিলোমিটার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার মোঃ এমরান ভোলা জেলার দৌলতখান থানার মিয়ার হাট এলাকার বাসিন্দা। বর্তমানে সে নগরের এক কিলোমিটার নুর নগর হাউজিং সংলগ্ন পানের আড়ৎ এর পিছনে কাউসারের কলোনিতে বাসবাস করতো।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানায়, চান্দগাঁও থানার ধর্ষণ মামলার আসামি মোঃ এমরানকে নগরীর এক কিলোমিটার নুর নগর হাউজিং এর একটি কেলোনি থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থার জন্য আদালতে পাঠানো হবে।