চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার ৯

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ মে, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

নগরের বহদ্দারহাট থেকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। গত সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের ‘হত্যাকারীদের’ গ্রেপ্তারের দাবিতে অবরোধ কর্মসূচির ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি তারা। গতকাল তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন মো. আব্দুল হামিদ রজবী, মো. মাঈনউদ্দিন, সৈয়দ আব্দুল্লাহ আল ফয়সাল কাদেরী, মো. আবু বক্কর, মো. জসীম উদ্দিন, ইয়ামলিহা বিন হোসাইন, মো. জিয়াউদ্দিন হাসান, মো. আতিক জাওয়াদ ও মো. এহছান উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধবিমান বাহিনীর সাবেক প্রধানের জমিসহ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধলায়ন ফাতেমা রহমান সনজির ইন্তেকালে নাটাবের শোক