বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চান্দগাঁও বি-ব্লক বালির মাঠে মুজিব শতবর্ষ কাউন্সিলর কাপ ৪নং আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে নিরিবিলি। গত রোববার কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় নিরিবিলি ৯-০ গোলে ফরিদের পাড়া জুনিয়র একাডেমিকে পরাজিত করে। নিরিবিলির পক্ষে ফাহিম সোহেল ৪টি, আব্দুল্লাহ ২টি, দিদার, রোমান ও আমান প্রত্যেকে ১টি করে গোল দেন। খেলায় যৌথভাবে ম্যান অব দ্যা ম্যাচ হন ফাহিম সোহেল এবং নাইজেরিয়ান স্ট্রাইকার আবদুল্লাহ। খেলা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল, মঈন উদ্দীন ফরহাদ, সিআইপি জসিম উদ্দীন এবং আমিনুল হক সাজু। প্রেস বিজ্ঞপ্তি।