চান্দগাঁও কাউন্সিলর কাপ ফুটবলে নিরিবিলির জয়

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চান্দগাঁও বি-ব্লক বালির মাঠে মুজিব শতবর্ষ কাউন্সিলর কাপ ৪নং আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ১৩নং খেলা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরালের তত্ত্বাবধানে আয়োজিত টুর্নামেন্টের এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নিরিবিলি ও সালেহ আহাম্মদ স্মৃতি। নির্ধারিত সময়ের খেলায় কোন গোল হয়নি। পরে টাইব্রেকারে নিরিবিলি ৪-৩ গোলে সালেহ আহাম্মদ স্মৃতিকে পরাজিত করে। এতে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার সাদ্দাম। তার হাতে ক্রেস্ট প্রদান করেন আওয়ামী লীগের উপকমিটির সদস্য সাফায়েত-উল হক জাবেদ এবং রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের মেজবাহ উদ্দীন মিশলু। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী কাউন্সিলর কাপ ৪নং আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফাইনালে লোহাগাড়া ও বোয়ালখালী
পরবর্তী নিবন্ধচিটাগাং চেম্বার কাপ কাবাডি প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ