চান্দগাঁও কাউন্সিলরের কাছে রেইনকোট ও হ্যান্ড গ্লাবস হস্তান্তর

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ

| বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

সুস্থ দেহে সুন্দর মতো আবর্জনা পরিষ্কার করার লক্ষে ৪ নং ওয়ার্ড চান্দগাঁও কাউন্সিলর মো. এসরারুল হকের কাছে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে গতকাল বুধবার ৩০ জোড়া গাম বুট, ৩০ সেট রেইন কোট এবং ৩০ জোড়া হ্যান্ড গ্লাবস হস্তান্তর করা হয়েছে। কাউন্সিলর এসরাল বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এর আগে কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ৫নং ওয়ার্ড মোহরা, ৬ নং ওয়ার্ড পূর্ব ষোলশহর এবং ১৮ নং ওয়ার্ড বাকলিয়ার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরের হাতে ৩০ সেট করে সর্বমোট ১২০ জোড়া গাম বুট, ১২০ সেট রেইন কোট এবং ১২০ জোড়া হ্যান্ড গ্লাবস তুলে দেয়।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন কর্ণফুলী এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার সুব্রত মল্লিক ও উইলিয়াম গমেজ। সুব্রত মল্লিক বলেন, ওয়েস্ট কালেক্টররা সুরক্ষিত থাকলে আবর্জনা সময়মত অপসারিত হবে। পাশাপাশি জনগণের সচেতনাই এনে দিতে পারে একটি আবর্জনা ও দুর্গন্ধ মুক্ত কলোনি, স্লাম তথা একটি পরিচ্ছন্ন নগরী, যা আগামী প্রজন্মকে সুষ্ঠুভাবে বেড়ে উঠতে সহায়তা করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প