চান্দগাঁও ও বাঁশখালীতে কোস্ট গার্ডের হাতে ১৬ জন আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁও ও বাঁশখালীতে পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা চান্দগাঁও থানাধীন কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১১ জনকে আটক করা হয়।

একইদিন দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন সাংগুর সদস্যরা বাঁশখালী থানাধীন সাঙ্গু নদীর মোহনায় আরেকটি অভিযান পরিচালনা করে। সেখান থেকে ২টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ আরও ৫ জনকে আটক করা হয়।

জব্দকৃত বাল্কহেড ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে সদরঘাট নৌ থানা এবং আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও জনবসতি রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবাবার মৃত্যুর দেড় মাস পর চলে গেলেন ছেলেও
পরবর্তী নিবন্ধএনসিটি নিয়ে ফ্যাসিস্ট সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসেন : ইকবাল হোসেন