চান্দগাঁও ওয়ার্ডে ডেঙ্গু রোধে ক্র্যাশ প্রোগ্রাম

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে চসিকের উদ্যোগে গতকাল শনিবার নগরীর চান্দগাঁও ওয়ার্ডে মশক নিধন ক্র্যাশ প্রোগ্রামের কার্যক্রম পরিচালনা করা হয়। চসিক পরিচ্ছন্ন বিভাগের তত্ত্বাবধানে ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের নেতৃত্বে এই কাজে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অভিযানে ওয়ার্ডের বিভিন্ন ডোবা, মজা পুকুর, নালা নর্দমায় মশার ওষুধ স্প্রে করা এবং মশার প্রজনন স্থান ও নালা নর্দমা পরিস্কার করে এবং জনগণকে সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ কাজে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ইংরেজি বিভাগের মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধজিপিএইচ ইস্পাতে লায়ন্স ক্লাবের চক্ষু শিবির ও ডায়বেটিস সচেতনতা কার্যক্রম