চান্দগাঁও ওয়ার্ডে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা

| শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে গত ২৫ ডিসেম্বর সকালে ‘শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। চান্দগাঁও ৪নং ওয়ার্ডের এবারের পরীক্ষাকেন্দ্র ছিল চান্দগাঁও এনএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ে। ৪নং ওয়ার্ডের কেন্দ্র ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম ও কেন্দ্র সচিব কামরুল ইসলাম তানভীরের প্রত্যক্ষ নির্দেশনায় পরীক্ষাকেন্দ্রে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র পরিদর্শনে আসেন মরহুম সালেহ আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী নিজামুল ইসলাম, চান্দগাঁও থানা সিএমপির ওসি আফতাব উদ্দীন, সমাজসেবক সাহেদুল আলম সাহেদ, মোহাম্মদ ইলিয়াস, চান্দগাঁও এনএমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল কাজী মোহাম্মদ মফিজুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চান্দগাঁও ৪নং ওয়ার্ডের সভাপতি মুফতি কামাল উদ্দীন, চিটাগাং কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা ফাতেমা ইয়াসমিন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ইসলামিক যুবফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদুল আলম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ চান্দগাঁও জোনের সমন্বয়ক ফখরুল ইসলাম, সাব্বির উদ্দীন তানভীর, সানজিদ আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন রিয়াদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেসিআইয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হলেন মঈন উদ্দিন নাহিদ
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে চসিকের জায়গায় কাঁচা-পাকা ঘর, উচ্ছেদ