চান্দগাঁও আবাসিক থেকে শিবিরের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৭:০৪ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো সাখাওয়াত হোসেন (২০), আবিদুল ইসলাম (২৩), সিফাত আলম সিজান (২৩), আবু নাসের মাহমুদ তুষার (২৮), মিনহাজ উদ্দিন (২৯), মো: মিজবাহ উদ্দিন (২৬), কায়সার হামিদ (২৯), সরোয়ার আজম (২২), কামাল (২২), আবু রিয়াদ (২৩), মোঃ নুরুল আলম (২৮), মো. ইব্রাহিম আলী (২৫), তারেকুল ইসলাম (২১), মোঃ হাবিবুল ইসলাম (১৯), মোঃ আব্দুল আহাদ (১৮), মো. আল আমিন (১৯), মো. হোসেন (২২০, মোঃ রিয়াদুল হামিদ, মোঃ গিয়াসউদ্দিন (২২০, মোঃ সাইফুল ইসলাম (২৯), মোঃ নাইম উদ্দিন (২৩), রাকিবুর রহমান (২২), আব্দুল ওয়াহিদ (২১), মোঃ ইনজামাম (১৮), মোঃ জুবায়রুল ইসলাম (১৯), মোঃ জাকারিয়া (২০) প্রমুখ।
গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাড়িতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ‘গোপন’ বৈঠক করছিল। তারা নগরীতে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সূত্রে তাদের অবস্থান এবং পরিকল্পনার কথা জানতে পেরে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। তাদের কাছ থেকে বেশ কিছু উস্কানিমূলক বই, পুস্তিকা জব্দ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এ ব্যাপারে চান্দগাঁও থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও গোয়েন্দা পুলিশ জানায়। গতকালই তাদের আদালতে চালান করা হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশ শিবিরের ২৬ নেতাকর্মীকে আটক করে আদালতে পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অপহৃত রোহিঙ্গা উদ্ধার
পরবর্তী নিবন্ধওষুধ বণ্টনে গরমিল