নগরীর চান্দগাঁও মডেল আবাসিক এলাকা ‘এ’ ব্লক কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে মনোবিজ্ঞানী প্রফেসর ডা. মোহাম্মদ শফিউল হাসান সভাপতি এবং মোহাম্মদ আলাউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে শফিকুজ্জামান বাহার প্রথম সহ সভাপতি, পারভেজ আহমেদ দ্বিতীয় সহ–সভাপতি নির্বাচিত হন।
গত ১৮ই ফেব্রুয়ারি পরিষদের অভিষেক অনুষ্ঠান প্রফেসর ডা. মোহাম্মদ শফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম ও রাজনীতিবিদ মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় চান্দগাঁও বি–ব্লক/নিউ চান্দগাঁও/চন্দ্রিমা আবাসিক এলাকার সভাপতি/সাধারণ সম্পাদকগণ ও চাঁদগাও আবাসিকের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ১৫ই ফেব্রুয়ারি চান্দগাঁও মডেল আবাসিক এলাকা এ ব্লক কল্যাণ সমিতির (২০২৫–২০২৬) কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।