চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি বি ব্লকের উদ্যোগে ক্রীড়া কমপ্লেক্স মাঠে ২ দিনব্যাপী পিঠা উৎসব গতকাল শনিবার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ আবদুচ ছালাম। সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ও নিজাম উদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আলাউদ্দিন ইউসুফ, বদরুল হুদা মামুন, তারিকুল ইসলাম সেন্টু, লুৎফুল করিম সোহেল, আবু জাফর, আসিফ মাহমুদ জুয়েল, আবু বক্কর চৌধুরী, আবু তৈয়ব, আরশাদুল শফি, শহীদ সরওয়ার্দী মিন্টু, নুরুল আলম, মোহাম্মদ আলী, আবদুল মান্নান, আবু তাহের, ইকরাম চৌধুরী, মোহাম্মদ ফারুক, সৈয়দ আশরাফ হোসেন পারভেজ, কাউনাঈন সাকিব চৌধুরী, দিদারুল আলম হাসান প্রমুখ।
প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করে নেন তারিকুল ইসলাম সেন্টু এবং ক্রেষ্ট প্রদান করেন অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহাম্মদ। প্রধান অতিথি বলেন, এটা শুধু একটি উৎসব নয়, এটা নাগরিক জীবনের যান্ত্রিকতার মাঝে নির্মল আনন্দের খোরাকও। সমাজের সংস্কৃতিতে এই পিঠা উৎসব আবহমান বাংলার সংস্কৃতির চিরন্তন উপাদান তুলে ধরার অত্যন্ত গুরুত্ব বহন করে। সভাপতি বলেন, গ্রামীণ সংস্কৃতি আমাদের উৎসবের প্রধান জায়গা। এই পিঠা উৎসব আমাদেরকে সেইশেকড়ের সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। প্রেস বিজ্ঞপ্তি।












