চান্দগাঁওয়ে ৩ জুয়াড়ি গ্রেফতার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ মে, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থেকে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে ইয়াছিন হাজীর বাড়ি এলাকার বসুন্দরা ক্লাবের নুরুর রিকশা গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ সাড়ে ৩ হাজার টাকা ও ৪৮টি তাস উদ্ধার করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ৩ জুয়াড়ি হলেন, মো. ইলিয়াস (৪৫), মো. জাফর (২৮) ও মো. রানা (৩০)। পুলিশ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, গ্যারেজে বসেই গ্রেফতারকৃত ৩ জন ও তাদের সহযোগীরা টাকার বিনিময়ে জুয়া খেলছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদুই দফা করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে সরকার : নওফেল
পরবর্তী নিবন্ধআলেম ওলামাদের সম্মান রক্ষায় সজাগ থাকতে হবে