নগরীর চান্দগাঁও থানা এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে চুরি–ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সকাল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের নিয়মিত মামলার দুই আসামি, ছিনতাই চক্রের ১২ সদস্য, পেশাদার চোর চারজন, সন্ত্রাসবিরোধী মামলার একজন, একাধিক মামলায় পলাতক সিআর পরোয়ানাভুক্ত একজন এবং সিএমপি অধ্যাদেশ ৮৮ ধারায় গ্রেপ্তার চারজন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজাদীকে বলেন, ২৪ ঘণ্টায় চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে, আবুল কাশেম (৩৮), মো. রুবেল (৩৫), মো. মানিক (২৫), মো. রাসেল (১৯), মো. তারেক (৩৮), ইসমাইল হোসেন প্রকাশ শাহিন (১৯), মো. জীবন (২৪), মো. রাকিবুল ইসলাম তানভীর (১৯), বকুল দাস (৪০), বাদশা দাস (৪৫), মোঃ আব্দুল শুক্কুর(৩৯), মো. রাসেল (১৯), মো. তারেক (৩৮), মো. জীবন (২৪), মো. রাকিবুল ইসলাম তানভীর (১৯), মো. সাকিব (২০), উম্মে সালমা, মো. মহিউদ্দিন (৫৫), নুরুল কাদের (২১), মো. রায়হান (২০) ও মো. নাজমুল (১৯) প্রমুখ।