চান্দগাঁওয়ে ১৮ মামলার আসামি ইদ্রিস গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:৩০ অপরাহ্ণ

নগরীর চান্দগাঁও থেকে অস্ত্র, ডাকাতিসহ ১৮ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তার নাম ইদ্রিস ওরফে ইব্রাহিম। সে চান্দগাঁও, পাঁচলাইশ সংশ্লিষ্ট এলাকার আলোচিত সন্ত্রাসী বুইশ্যার সহযোগী। গত শুক্রবার রাতে চান্দগাঁও ফরিদা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগ থেকে দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিএমপির দেওয়া তথ্য অনুযায়ীগ্রেপ্তারকৃত ইদ্রিসের বাড়ি রাউজান থানার নোয়াপাড়া পথেরহাট এলাকার পলোয়ান পাড়ায়। তিনি চান্দগাঁও থানার ফরিদার পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। সিএমপি জানায়, ইদ্রিস দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার ও প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ সংঘটিত করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ ১৮টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও সে বেপরোয়াভাবে একের পর এক অপরাধ করে জনমনে ভীতি সঞ্চার করে আসছিল। চান্দগাঁও থানা পুলিশ জানায়, ইদ্রিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধরমেশ শীলের স্মৃতি ও অবদান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা জরুরি
পরবর্তী নিবন্ধরাউজানে পলাতক আসামি গ্রেপ্তার