নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ অভিযান চালিয়ে ১৪টি গ্রাম সিএনজি, একটি ব্যাটারি চালিত রিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করে ড্যাম্পিংয়ে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাপ্তাই রাস্তার মাথায় এ অভিযান পরিচালনা করেন মোহরা ট্রাফিক পরিদর্শক টিআই মোশাররফ হোসেন। এ ব্যাপারে মোহরা ট্রাফিক পরিদর্শক টিআই মোশাররফ হোসেন আজাদীকে বলেন, ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার জয়নুল আবেদিন স্যারের নির্দেশে অবৈধ গাড়ির বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি।
আজকে দিনব্যাপী এই অভিযান চালিয়েছি। অভিযানে ১৪টি গ্রাম সিএনজি, একটি ব্যাটারি চালিত রিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অবৈধ সিএনজিসহ ব্যাটারি রিঙার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।