চান্দগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের উপহার বিতরণ

আজাদী অনলাইন | সোমবার , ৯ মে, ২০২২ at ২:২৯ অপরাহ্ণ

পবিত্র রমজানের মাসব্যাপী কর্মসূচির পর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষে নগরীর চান্দগাঁও বাহির সিগনালে সংগঠনের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যের ব্যবস্থাপনায় ৫০০ দরিদ্র, অসহায় নারী-পুরুষের মাঝে ‘ঈদ উপহার বিতরণ’ করা হয়।

নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এ্যাড তসলিম উদ্দিন, সুজিত দাশ, মানোয়ার জাহান মনি, আজিজ মিছির, আজাদ খান অভি, মিনহাজুল আবেদিন সায়েম, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খানসহ চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধএবার পাহাড়তলী থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
পরবর্তী নিবন্ধপিস্তল হাতে ফেসবুকে ছবি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার