চান্দগাঁওয়ে স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে মাবাবা সঙ্গে অভিমান করে ঘর থেকে বের হয়ে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পরপরই মূল আসামি মো. রাসেল ওরফে হিজড়া রাসেলকে (২৭) গ্রেপ্তার করেছিল পুলিশ। গত বুধবার রাত ১টার দিকে চান্দগাঁও মধ্যম মোহরা আব্দুল রহমান সড়কের ভূতের ভিটা কাইয়ুম কলোনিতে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার কিশোরী মোহরা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। গ্রেপ্তার বাকি দুই আসামি হলো মো. জাহেদুল ইসলাম ইমন (৩০) ও মো. সুমন (৩০)

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, সংঘটিত গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ জানায় মেয়েটিকে বুধবার সন্ধ্যায় মাবাবা বকাঝকা করে। এতে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় মেয়েটি। চান্দগাঁও মৌলভীবাজার এলাকায় এসে সে পথ হারিয়ে ফেলে। রাত ১২টার দিকে মৌলভীবাজার এলাকায় কিশোরীকে একা পেয়ে অভিযুক্ত তিনজন তাকে বাসায় পৌঁছে দেবে জানায়। রাত ১২টা ৪০ মিনিটের দিকে অভিযুক্ত তিনজন তাকে মধ্যম মোহরা আব্দুল রহমান সড়কের ভূতের ভিটা কাইয়ুম কলোনির ২ নম্বর রুমে নিয়ে যায়। ভোর সাড়ে ৪টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে তারা। সকাল হলে মেয়েটিকে রুম থেকে বের করে দেয়। পরে অসুস্থ অবস্থায় তার স্কুলের কাছে গেলে স্কুলের শিক্ষিকা ধর্ষণের বিষয়টি জানতে পেরে চান্দগাঁও থানায় অবগত করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মূল আসামি হিজরা রাসেলকে গ্রেপ্তার করে। তার তথ্য অনুযায়ি বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ার উপকূলজুড়ে সুপেয় পানির হাহাকার
পরবর্তী নিবন্ধমহানগর আ. লীগের শান্তি সমাবেশ পাঁচ স্থানে