নগরীর চান্দগাঁও এলাকার রাস্তা থেকে শাহাবুদ্দিন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও থানার শংকর দেওয়ানজী হাটের লায়লা স্টোরের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহাবুদ্দিন চান্দগাঁও থানা এলাকার রবি কলোনীতে থাকতেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার শামসুল আলমের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান বলেন, সকালে রাস্তায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওসি আরও বলেন, স্থানীয়রা জানান, তিনি নিয়মিত মদ পান করতেন। বিষক্রিয়ায় মারা গেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।