চান্দগাঁওয়ে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ পটিয়াবোয়ালখালী সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার বাদে আসর হতে চান্দগাঁও বাহির সিগন্যাল আর এফ কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বক্তারা বলেন, পার্থিব

লোভলালসামুক্ত থাকা, ত্যাগসহিষ্ণুতার সাধনা করা এবং মানবিক মূল্যবোধ তৈরি হওয়ার প্রশিক্ষণে মাহে রমজানের গুরুত্ব অপরিসীম। এতে উপস্থিত ছিলেন, ৫নং মোহরা ওয়ার্ড সাবেক কাউন্সিলর মুহাম্মদ আবু তাহের, মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্‌হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধথাইল্যান্ডে পালিয়েছেন কয়েক হাজার বাসিন্দা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে পোল্ট্রি ব্যবসায়ীর আত্মহত্যা