চান্দগাঁওয়ে মা-ছেলে খুনের মামলায় ফারুকের বিরুদ্ধে চার্জশিট

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২২ অপরাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে মা-ছেলে খুনের মামলায় তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে এজহারভুক্ত আসামি মো. ফারুকই একমাত্র আসামি। গতকাল বুধবার মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত চার্জশিটটি গ্রহণ করেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করেন। আদালত সূত্র ও বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
২০২০ সালের ২৪ আগস্ট নগরীর পুরাতন চান্দগাঁওয়ের রমজান আলী সেরেস্তাদার বাড়ি এলাকায় মা গুলবাহার বেগম ও নয় বছরের ছেলে রিফাতকে খুন করেন ফারুক। এ ঘটনায় গুলবাহার বেগমের মেয়ে ময়ূরী আক্তার বাদী হয়ে মো. ফারুককে আসামি করে মামলা করেন। এক পর্যায়ে একই বছরের ১ অক্টোবর র‌্যাবের হাতে ফারুক গ্রেপ্তার হয়। তখন থেকে সে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। গ্রেপ্তার পরবর্তী ফারুক স্বীকার করেন- রাগের মাথায় ‘পাতানো বোন’ গুলবাহার বেগমকে খুন করেন এবং খুনের ঘটনা দেখে ফেলায় তার শিশুপুত্র রিফাতকেও খুন করেন।

পূর্ববর্তী নিবন্ধইমাম মুসলিমে সেন্টারের শিক্ষার্থীদের দর্‌স প্রদান
পরবর্তী নিবন্ধচার খাদ্য প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা