কালুরঘাট বেতার কেন্দ্রের কারণে ‘চান্দগাঁও’ সারা দেশে একটি স্মরণীয় নাম। এই এলাকাকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতি নিচ্ছে ছোট আঁকিয়েরা। চান্দগাঁও থানার ছাত্র-ছাত্রীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নিয়ে সেকথাই যেন জানান দিল। গত ৩১ ডিসেম্বর চান্দগাঁও বংশী আইডিয়াল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. জামাল উদ্দীন একথা বলেন। চট্টল ইয়ুথ কয়ারের উদ্যোগে মাসব্যাপী বিজয় উৎসবের সমাপনী দিতে সভাপতিত্ব করেন কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিক। উদ্বোধনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ কোহিনুর আকতার বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করতে প্রস্তুত। ইয়ুথ কয়ারের সব কটি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শিক্ষক সজল কান্তি মজুমদার, লিপি রাণী নাথ, গৌরী মজুমদার, রীমি বড়ুয়া, তানজিনা আক্তার চৌধুরী, স্কুলের পরিচালনা পরিষদ চেয়ারম্যান দীপংকর দেবনাথ। পরে বিভিন্ন স্কুলের আঁকিয়েদের পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










