চান্দগাঁওয়ে ব্যবসায়ীর ছিনতাই হওয়া সাড়ে ১৪ লাখ টাকা উদ্ধার

চাইনিজ কুড়াল ও টিপছোরাসহ আরও তিন ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকার বেশিরভাগ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল ও একটি টিপছোরা উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ও গতকাল বুধবার ঘটনাস্থল এলাকা ও লক্ষীপুরের চৌধুরী হাট এলাকা থেকে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সুমন, মো. আলী, মো. রাকিব, মো. ফয়সাল ও মোছা. কাজল আক্তার। গত মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় নগরীর চান্দগাঁওয়ের জান আলী রেল স্টেশন এলাকায় ছিনতাইয়ের শিকার হন আবুল খায়ের গ্রুপের ভোগ্যপণ্য পরিবেশক ও ব্যবসায়ী রফিক। চাইনিজ কুড়াল ও টিপছোরা ধরে তার কাছ থেকে ছিনতাইকারী ২০ লাখ ২৮ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় রফিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। রফিক স্টোর নামের নিজ প্রতিষ্ঠানের গোডাউনের সামনেই তিনি ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। পুলিশ জানায়, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রথমে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে মো. সুমন ও মো. আলীকে গ্রেপ্তার করেন। এ দুজনের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত চাইনিজ কুড়াল ও টিপছোরাটি উদ্ধার করা হয়। পাশাপাশি ছিনতাই হওয়া টাকার মধ্যে ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে লক্ষীপুর জেলার চৌধুরী হাট এলাকায় পৃথক আরেক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অপর তিনজন তথা মো. রাকিব, মো. ফয়সাল ও মোছা. কাজল আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ তিনজন থেকে ছিনতাই হওয়া টাকার মধ্য থেকে আরো ১৩ লাখ ১৯ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়। সবমিলিয়ে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া টাকার মধ্য থেকে মোট ১৪ লাখ ৬১ হাজার ৬৭০ টাকা উদ্ধার করা হয়েছে জানিয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনেপালে নিরাপত্তার দায়িত্বে সেনা, রাস্তায় রাস্তায় টহল
পরবর্তী নিবন্ধডাকসুর বিজয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানালেন সালাহউদ্দিন