চান্দগাঁওয়ে বিদেশি পিস্তলসহ সিএনজি চালক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৮:৫৩ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় বিদেশি পিস্তলসহ মো. আলমগীর (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার বিকালে সিএন্ডবি বালুরটাল সিটি লাইটস পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চান্দগাঁও থানাধীন এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে দ্রুতগতির সিএনজি টেক্সি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। এ সময় সিএনজি সিটের নিচে পাওয়া যায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি। পরে চালককে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে কাউকে ভালোবাসা না দিয়ে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে
পরবর্তী নিবন্ধলাঙ্গলে ভোট চাই, লাঙ্গল এ জাতিকে সুশাসন দিয়েছিল : আবু তাহের