বিয়ের প্রলোভন দেখিয়ে এক গার্মেন্টস কর্মীকে তিনমাস ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে বাসের চালক-হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে চান্দগাঁও থানার ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাস চালক দিদারের বাড়ি নোয়াখালীর হাতিয়া থানা এলাকায় এবং হেলপার ফারহাদের বাড়ি ভোলা জেলার লালমোহন থানা এলাকায়। তারা চান্দগাঁওয়ের ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির জাহাঙ্গীর কলোনিতে ভাড়া বাসায় থাকেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে এ দুজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি (তদন্ত) রাজেশ বড়ুয়া। মামলার বরাতে পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই নারী দীর্ঘদিন ধরে ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সেই সুবাদে তিনমাস আগে বাসের হেলপার ফরহাদের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে দুইজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। গত (১৭ নভেম্বর) ওই গার্মেন্টস কর্মীকে বাসায় ডেকে নিয়ে যায় হেলপার ফরহাদ। পরে তাকে বাসায় আটকে রেখে হেলপার ফরহাদ ও চালক দিদার পালাক্রমে ধর্ষণ করে। গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ওই বাসা থেকে কৌশলে পালিয়ে আসেন ওই গার্মেন্টসকর্মী। পরে ভুক্তভোগী ওই নারী থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান চান্দগাঁও থানার ওসি (তদন্ত) রাজেশ বড়ুয়া।