চান্দগাঁওয়ে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

প্রধান আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে নিজ বাসায় গুলি করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার এ ঘটনার প্রধান আসামি নুরুল হককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে

জানা গেছে, মো. ইউনুস বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের ব্যবসা করেন। কয়েকদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে বাসায় ঢুকে ৪৫ জন দুর্বৃত্ত তাকে গুলি ছোড়ে। এ সময় হাত, মুখ ও হাঁটুতে গুলিবিদ্ধ হয় ওই ব্যবসায়ী। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন আজাদীকে বলেন, শুক্রবার রাতে নিজ বাসায় ইউনুসকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর গুলিবিদ্ধ ইউনুসকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শনিবার অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের হত্যা মামলাসহ আটটি মামলা রয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত ছিল তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচুক্তি শেষে যুক্তরাষ্ট্রের সম্মতিতে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে : বাণিজ্য উপদেষ্টা
পরবর্তী নিবন্ধনির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না : নাহিদ