চান্দগাঁওয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্প

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২০ at ৭:৩০ পূর্বাহ্ণ

 

নগরীর ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের নাজিরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল ওয়ার্ডের গরীব অসহায় মানুষদের জন্য ফ্রি চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ ক্যাম্পে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক ও সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, সৈয়দ কামরুল হাবীব, এস এম হুমায়ুন কবির, সৈয়দ নজরুল করিম, আনিছুর রহমান লিটু, সাইফুল আলম অপু, মো. রাসেল, মঈন উদ্দিন, সৈয়দ গোলাম আয়াছ, সৈয়দ এরশাদুল হক, এমদাদুল হক, আমির হোসেন, জাহানারা আরজু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মানুষের জন্য আমরা সবসময় সহায়তা করছি। করোনা দুর্যোগকালীন শুধু নয় নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুফতি আলাউদ্দীন জিহাদীর নিঃশর্ত মুক্তি দাবি
পরবর্তী নিবন্ধগীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর সংবর্ধনা ও গাছের চারা বিতরণ