নগরের চান্দগাঁও থানার শাহী আবাসিক এলাকায় নবনির্মিত এক প্রবাসীর ভবনে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত মধ্য রাতে হামলার ঘটনায় ভবনের সীমানাপ্রাচীর ভাঙচুর ও বিভিন্ন সামগ্রী লুট করেছে হামলাকারাী। এ ঘটনায় মালিকের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজহার সূত্রে গেছে, সৌদি প্রবাসী শহীদুল আলম তিন তলা একটি ভবন নির্মাণ কাজ সমপ্রতি শেষ করেন। কয়েকদিনের মধ্যে পরিবার নিয়ে এই ভবনে উঠার কথা রয়েছে।
সোমবার মধ্যরাতে সন্ত্রাসীদল ভবনে প্রবেশ করে একপাশের সীমান প্রাচীর ভেঙে ফেলে। এসময় তারা বিভিন্ন সামগ্রীও লুট করে নিয়ে যায়। সবমিলিয়ে আনুমানিক পাঁচলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন মামলার বাদী।











