নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় নবী হোসেন নামের এক ওমান প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণ, এফডিআর এবং বন্ডের কাগজসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে খাজা রোডের চৌধুরী বাড়ির মেহেদী নবী ভবনের দ্বিতীয় তলায় ওমান প্রবাসী ও বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ওমান শাখার সভাপতি নবী হোসেনের বাসায় চুরির ঘটনা ঘটে। চোরের দল বাসা থেকে ১৩ ভরি স্বর্ণ, ৮০ লাখ টাকার এফডিআর বন্ড, ক্যাশ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে।
চান্দগাঁও থানার এসআই আব্দুল কাদের জানান, চুরির ঘটনায় প্রবাসী নবী হোসেনের বড় ভাই মোহাম্মদ হোসেন থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।












