চান্দগাঁওয়ে নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া খতিবের হাট এলাকা থেকে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৬২০ টাকা উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন ছাব্বিস পাড়া গ্রামের লোকমান চৌকিদারের ছেলে মো. হাবিব (৩৫), নগরীর পাঁচলাইশের মীর্জাপুল এলাকার মৃত কালা মিয়া সওদাগরের ছেলে মো. ইউনুচ (৪০), চান্দগাঁও থানাধীন চেয়ারম্যান ঘাটা এলাকার মৃত নুর ইসলামের ছেলে মো. টিপু (৩৪), ভোলা জেলার চরফ্যাশন থানাধীন জিন্নাঘর মুসলিম পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. সামসুদ্দিন (৩৮) ও কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন রামরাতাবাড়ীয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে ইকবাল হোসেন (৩৯)।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় খোলা জায়গায় ভূমি অফিস
পরবর্তী নিবন্ধঅধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে ইউএসটিসির শোক প্রকাশ