নগরের চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন বাকলিয়ার বড় কবরস্থান হাজী আব্দুল মালেকের বাড়ির মৃত দোস্ত মাহমুদের ছেলে মো. মোবারক হোসেন (২৪) ও একই এলাকার ভোলা গাজীর বাড়ির মৃত ইয়াকুবের ছেলে মো. তারেক হোসেন (১৯)। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে জানান, মঙ্গলবার ভোরে রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত এক মাসে অন্তত ৩০ জনকে ছিনতাই মামলায় গ্রেপ্তর করা হয়েছে।