চান্দগাঁওয়ে গ্রেপ্তার ২৫, সক্রিয় ছিনতাই ও চোর চক্র ধরা

| বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তারদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন, নিয়মিত মামলার দুই আসামি, ছিনতাই চক্রের ১২ সদস্য, পেশাদার চোর চারজন, সন্ত্রাসবিরোধী মামলার একজন, একাধিক মামলায় পলাতক সিআর পরোয়ানাভুক্ত একজন এবং সিএমপি অধ্যাদেশ ৮৮ ধারায় গ্রেপ্তার চারজন রয়েছেন।

চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে চোরাই সিএনজি চক্রের ২ সদস্য গ্রেফতার
পরবর্তী নিবন্ধফটিকছড়ির সাফিয়া আর দেশে ফিরবে না