নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর ডা. শাহেদ আলী খান বাড়ি এলাকার একটি বাসায় গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল সকাল ১০টার দিকে চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত মনোয়ারা বেগম (৪৪) ওই এলাকার নুর আহমদের স্ত্রী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক জানান, চান্দগাঁও থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। সকালে কোনও একসময় মনোয়ারা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। ময়নাতদন্ত রিপোর্ট শেষে বিস্তরিত জানা যাবে।