চান্দগাঁওয়ে কাউন্সিলর কাপ ফুটবলের ফাইনালে শহীদ মহিম স্মৃতি সংসদ

| রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চান্দগাঁও বি-ব্লক বালির মাঠে অনুষ্ঠানরত মুজিব শতবর্ষ কাউন্সিলর কাপ ৪নং আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে শহীদ মহিম স্মৃতি সংসদ। গতকাল শনিবার অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। এতে শহীদ মহিম স্মৃতি ৫-৪ গোলে নিরিবিলিকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন মহিম স্মৃতির গোলকিপার সাঈদি। তাকে পুরস্কার তুলে দেন বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র তারিকুল ইসলাম, ওয়েল হোল্ডিয়ের চেয়ারম্যান ওসমান গনি এবং সাফায়েত-উল হল জাবেদ। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মরিয়ম স্মৃতি বনাম শহীদ এনাম মনসুর শহিদ স্মৃতি সংসদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবরিশালকে বিপিএল ট্রফি এনে দিতে চান সাকিব
পরবর্তী নিবন্ধবিভাগীয় পর্যায়ে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন