চান্দগাঁওয়ে এমপি প্রার্থী নুরুল আলমের পথসভা

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম০৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এইচ এম নুরুল আলমের সমর্থনে এক পথসভা গতকাল বিকেল ৩ টায় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটস্থ পুলিশ বক্স চত্বরে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী এইচ এম নুরুল আলম। সভায় নির্বাচনী কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম এবং সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব। বক্তারা বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও ইনসাফ কায়েমের লক্ষ্যে হাতপাখা প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থীর হাতকে শক্তিশালী করতে তারা সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উক্ত পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী শিক্ষক ফোরাম এবং ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের চান্দগাঁও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্রেন্ডস,রাইজিং স্টারের জয়
পরবর্তী নিবন্ধআগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে