নগরীর চান্দগাঁও থানার পশ্চিম ফরিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ এক হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, মো. ইব্রাহিম (৪২), মো. সামছুদ্দিন (৩৫), মো. নাছির উদ্দিন (৪০), মো. আকতার কামাল (২৮), মো. জসিম (৩০), মো. শহিদ উল্যা (৪৬), নুর মোহাম্মদ (৪০), মো. আলমগীর (৫০) ও ওয়াজ উদ্দিন তালুকদার (৩৮)। আটকদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।











