নগরীর বহদ্দারহাট চান্দগাঁও বাস টার্মিনাল এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাত পৌনে ১২টার দিকে বহদ্দারহাট বাস টার্মিনালের পেট্রোল পাম্পের স্টাফ কোয়ার্টারের দ্বিতীয় তলার প্রথম কক্ষে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলা অবস্থায় ২৩ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা জুয়া খেলার সরঞ্জামাদি এবং নগদ ১১ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ২৩ জুয়াড়ির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নন–এফআইআর প্রসিকিউশন দাখিল করে আদালতে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।