চান্দগাঁওয়ে ১১শ গ্রাম গাঁজা নিয়ে গ্রেপ্তার দুই

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ৩:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরী চান্দগাঁও এলাকা থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ খোকন (৩৬) ও মোঃ শাকিল (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) চান্দগাঁও থানাধীন সানোয়ারা আবাসিক এলাকায় পুলিশের বিশেষে অভিযানে ধরা পড়ে ঐ দুই মাদক কারবারি।

গ্রেপ্তার মোঃ খোকন চট্টগ্রামের পটিয়া থানাধীন মিরজিপাড়া ইউপি এলাকার মৌলভী নুর আহমদ বাড়ির নুর ইসলাম ছেলে ও মোঃ শাকিল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কামালপুর এলাকার বারেকের বাড়ির মোঃ রফিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানা ওসি জাহেদুল কবির দৈনিক আজাদীকে বলেন, এই সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯ (ক) রুজু করা হয়েছে। আরও মাদকদ্রব্য উদ্ধার অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশকে পিটিয়ে হত্যা মামলায় যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার
পরবর্তী নিবন্ধচোরাই সিএনজি বিক্রি করতে গিয়ে ধরা ১