চান্দগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

| রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৭:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) রাতে এসব অভিযান পরিচালিত হয় বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খাজা রোডের মোহাম্মদ জিয়াউর রহমান (৪০), উত্তর ফরিদের পাড়ার আয়েশা বেগম (৪৪), বাদশা চেয়ারম্যান ঘাটার শাহীন ওরফে আজাদ (২৩), বড় কবরস্থান এলাকার মো. মানিক (৩০), গাবতল মৌলভী পুকুরপাড়ের মো. কুতুব উদ্দিন (৪৪), একই এলাকার মো. ইকবাল হোসেন (৩২) এবং পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদার নুরুল আবছার (৪২)।

তারা সবাই বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত কিংবা আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন বলে জানায় পুলিশ।

ওসি আফতাব উদ্দিন বলেন, “অভিযানে মোট আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়ায় পাঠানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে প্রস্তুতিকালে পেশাদার পাঁচ ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচবি শিক্ষকের পদোন্নতিবোর্ড বাতিল, বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের ক্ষমা