চান্দগাঁওয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

চান্দগাঁও থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় যুবলীগ নেতা মো. এরশাদ আলমকে (৪০) গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার এরশাদ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এসরারুল হকের ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগের সদস্য বলে জানা যায়। গত রোববার দিনগত রাতে নগরীর চান্দগাঁও থানাধীন উত্তর চান্দগাঁও শংকর দেওয়ানজীরহাট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি জানান, গ্রেপ্তার যুবক হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সে তদন্তে প্রাপ্ত আসামি। গ্রেপ্তার এরশাদ চট্টগ্রাম চান্দগাঁও থানাধীন উত্তর চান্দগাঁও বেপারি পাড়া শংকর দেওয়ানজীরহাট মিন্নাত আলী সওদাগর বাড়ির মৃত ইব্রাহিমের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধচবিকে উন্নত মানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে
পরবর্তী নিবন্ধসিএমপির দুই থানায় নতুন ওসি